আগামী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সকাল সাড়ে ১১টায়।
আক্রমণাত্মক খেলার লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ম্যাচের ১২ মিনিটে মার্জিয়ার কর্ণার থেকে আঁখি খাতুন হেড দিয়ে লিড নেন। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বাঁ দিক থেকে মার্জিয়ার কর্নার ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের আঁখির সাইড ভলিতে পরাস্ত হন গোলরক্ষক। ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।
খেলার ৭৯ মিনিট জয় নিশ্চিত করে বাংলাদেশ। সাজিদা খাতুন গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রব্বানীর শিষ্যরা।
এর আগে দাপটের সঙ্গেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করে স্বাগতিক বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দলটি। ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় ভারত।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস/এমআরএম