ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণীতে এক পা দিয়ে রাখে লাল-সবুজের জার্সিধারীরা। শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের পরবর্তী ম্যাচে নেপালের বিপক্ষে ভারতের ১০-০ গোলের উড়ন্ত জয়ে তা নিশ্চিত হয়।

আগামী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সকাল সাড়ে ১১টায়।

একইদিন টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া নেপাল ও ভুটান শেষ ম্যাচে একে অপরকে চ্যালেঞ্জ জানাবে।

আক্রমণাত্মক খেলার লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ম্যাচের ১২ মিনিটে মার্জিয়ার কর্ণার থেকে আঁখি খাতুন হেড দিয়ে লিড নেন। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বাঁ দিক থেকে মার্জিয়ার কর্নার ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের আঁখির সাইড ভলিতে পরাস্ত হন গোলরক্ষক। ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

খেলার ৭৯ মিনিট জয় নিশ্চিত করে বাংলাদেশ। সাজিদা খাতুন গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রব্বানীর শিষ্যরা।

এর আগে দাপটের সঙ্গেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করে স্বাগতিক বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দলটি। ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় ভারত।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।