ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দুই আর্জেন্টাইনের গোলে শেষ আটে জুভিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
দুই আর্জেন্টাইনের গোলে শেষ আটে জুভিরা ছবি:সংগৃহীত

লিগের খেলার মাঝে কোপা ইতালিয়াতে বুধবার রাতে মাঠে নেমেছিল জুভেন্টাস। যেখানে পাওলো দিবালা ও গঞ্জালো হিগুইনের গোলে জিওনাকে ২-০ ব্যবধানে হারিয়ে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এদিন জিওনার মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় জুভেন্টাস। আর খেলার ৪২ মিনিটে আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার দিবালার দুর্দান্ত গোলে লিড পায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে গোল করেন আরেক আর্জেন্টাইন হিগুইন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই শেষ আটে জায়গা করে নেয় গত তিনবারের চ্যাম্পিয়নরা। কোয়ার্টারে ডার্বি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে তুরিনকে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।