ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের আগে মেসিদের সামনে ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বিশ্বকাপের আগে মেসিদের সামনে ইতালি ছবি: সংগৃহীত

সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে চোখ রাখছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শক্ত দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে তৈরি গতবারের রানার্সআপরা। এরই মধ্যে ইতালির বিপক্ষে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

ওয়ার্ল্ডকাপ সামনে রেখে আগামী বছরের মার্চে ইতালির মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ইতালিকে ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে থাকতে হবে দর্শক ভূমিকায়। স্পেনের পেছনে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপপর্বের বাছাই শেষ করে প্লে-অফে সুইডেনের কাছে হেরে চোখের জ্বলে মাঠ ছাড়েন বুফনরা। মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ জিতে সব অনিশ্চয়তা দূর করে চূড়ান্ত পর্বের টিকিট কাটে জর্জ সাম্পাওলির শিষ্যরা।

বিশ্বকাপ শুরুর আগে আরও তিনটি প্রীতি ম্যাচ খেলার ‍পরিকল্পনা করছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। খবর প্রকাশিত হচ্ছে, যার একটি হতে পারে স্পেন।

ইউরোপ সফরের আগে ৩০ মে ঘরের মাঠে শেষবার দেখা যাবে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিদের। ১ জুন বার্সেলোনায় পৌঁছাবে আর্জেন্টিনা দল। বার্সায় মেসির প্রিয় ট্রেনিং গ্রাউন্ডে ৮ দিন কাটিয়ে কন্ডিশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়েই ২০১৮ ওয়ার্ল্ডকাপ মিশনে নামবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সরাসরি রাশিয়ায় উড়াল দেওয়ার আগে ৮ জুন নিজেদের শেষ প্রীতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন তাপিয়া।

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন মস্কোতে আইসল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।