বুধবার রাতে সেন্ট জেমস পার্কে আতিথিয়েতা নিতে যায় সিটি। আর ম্যাচের একমাত্র গোলটি আসে ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টারলিংয়ের পা থেকে।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের টানা ১৯টি জয়ের রেকর্ড ছুঁতে আর একটিমাত্র জয় দরকার সিটির। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে এখন পর্যন্ত বায়ার্ন এই রেকর্ড ধরে রেখেছে। বাভারিয়ানদের রেকর্ডটি আবার গার্দিওলা কোচ থাকতেই হয়েছিল।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড বাড়িয়ে চলা সিটি ২০০৮ সালে গড়া চেলসির অ্যাওয়ে ম্যাচ টানা ১১ জয়ের রেকর্ডও স্পর্শ করেছে।
এখন পর্যন্ত ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট অপরাজিত ম্যানচস্টার সিটির। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। চতুর্থ স্থানে থাকা লিভারপুলর পয়েন্ট ৩৮। ৩৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম পঞ্চম ও ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল ষষ্ঠ স্থানে আছে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
এমএমএস