ছবি:সংগৃহীত
ভার্জিল ফন ডাইককে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিলো লিভারপুল। গত সামারে ব্যর্থ হলেও উইন্টারের দলবদলের বাজার খোলার আগেই কাঙ্ক্ষিত ডিফেন্ডারকে সাউদাম্পটন থেকে রেকর্ড দামে কিনে নিলো ইংলিশ জায়ান্টরা। তাকে কিনতে খরচ হয়েছে ৭৫ মিলিয়ন পাউন্ড।
নেদারল্যান্ডসের জাতীয় দলের এই ডিফেন্ডারকে লিভারপুল প্রতি সপ্তাহে পারিশ্রমিক দেবে ১ লাখ ৮০ হাজার পাউন্ড।
এর আগে এ মৌসুমেই সবচেয়ে দামি ডিফেন্ডার কেনার রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার সিটি।
যা এবার ভেঙে দিল অল রেডসরা। গত জুলাইয়ে টটেনহাম হটস্পারের ইংলিশ রাইট ব্যাক কাইল ওয়াকারকে ৫ কোটি ৪০ লাখ পাউন্ডে কিনে রেকর্ডটি গড়েছিল সিটি।
আর মোনাকো থেকে বেনজামিন মেন্ডিকে ৫ কোটি ২০ লাখ পাউন্ডে দলে নিয়েছিলেন পেপ গার্দিওলা। এ তালিকায় চতুর্থ ডেভিড লুইজের (চেলসি থেকে পিএসজি) ট্রান্সফার ফি ৫ কোটি পাউন্ড।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।