ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কালিগঞ্জের নলতায় আছিয়া-নজির স্মৃতি ফুটবল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কালিগঞ্জের নলতায় আছিয়া-নজির স্মৃতি ফুটবল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে আছিয়া-নজির স্মৃতি আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে দেবহাটার কুলিয়ার লাবণ্যবতী স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে তালার সৈকত স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমউদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এসএম আসাদুর রহমান সেলিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, আয়োজক কমিটির আহবায়ক ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে একই মাঠে মুখোমুখি হবে ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব ও কুশুলিয়া ফুটবল একাদশ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।