ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে ব্যবহার হবে ‘ভিএআর’ প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
বিশ্বকাপে ব্যবহার হবে ‘ভিএআর’ প্রযুক্তি ছবি:সংগৃহীত

ফুটবল বিশ্ব আরও এক নতুন দিগন্তের দিকে পা রাখলো।ফুটবলের নিয়মকানুন ঠিক করা সংস্থা আইএফএবি এবার রেফারিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সহযোগিতায় ভিডিও রিপ্লের ব্যবহারের বিষয়ে অনুমোদন দিয়েছে। ফলে চলতি বছরের জুনে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহারের আর কোনো বাধা রইলো না।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে কিছু ম্যাচে এবং ইতালিয়ান সিরিআ লিগ ও জার্মান বুন্দেসলিগায় এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার হয়েছে। এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপেও এর ব্যবহার দেখা যায়।

সুইজারল্যান্ডের জুরিখে এক সভায় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) স্থায়ী ভিত্তিতে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সর্বস্মতিক্রমে অনুমতি দিয়েছে। লিগ ও প্রতিযোগিতাগুলোকে এখন আইএফএবি কাছে এর বাস্তবায়রে জন্য আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।