স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে ‘গোল ডট কম’ বলছে, লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে এসে পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নেইমার এবং বার্সায় প্রত্যাবর্তনের জন্য কি করতে হবে সেটি জানতে চান ব্রাজিলিয়ান সেনসেশন।
গত বছরের আগস্টে বিশ্ব রেকর্ড (২২২ মিলিয়ন বা ২২ কোটি ইউরো) গড়ে বার্সা অধ্যায়ের (২০১৩-১৭) ইতি টানেন নেইমার।
সূত্রমতে, মুন্ডো দেপোর্তিভোর রিপোর্টে আরও বলা হয়েছে, প্যারিসে আরও এক মৌসুম কাটিয়ে ২০১৯ সালে স্পেনে ফেরার প্রচেষ্টা চালাবেন ২৬ বছর বয়সী নেইমার।
সাম্প্রতিক সময়ে নেইমারকে ভাগিয়ে নিতে রিয়াল মাদ্রিদের নাম জোরেসোরেই শোনা যাচ্ছে। এ নিয়ে আলোচনা সবার মুখেমুখে। এখন সেখানে বাড়তি মাত্রা যোগ পেল নেইমারের বার্সায় ফেরার আগ্রহের খবরে।
এতো ব্যয়বহুল ট্রান্সফারে নেইমারকে এনে অত সহজে কি ছাড়বে পিএসজি? স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, রিয়াল ইতোমধ্যেই জেনেছে নেইমারকে পেতে হলে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। সংবাদমাধ্যমটির দাবি সম্ভাব্য দলবদল নিয়ে মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে দেখাও করেছেন নেইমারের বাবা।
যদিও পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জোর গলায় বলছেন নেইমার বিক্রির জন্য নয়। তাই রিয়াল ভালো করেই জানে নেইমারকে ফ্রেঞ্চ জায়ান্টদের কাছ থেকে আলাদা করতে কি করতে হবে। মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাবই একমাত্র উপায় হতে পারে। দলবদলের বাজারে যে যেকোনো কিছুই যে সম্ভব। আকাশছোঁয়া মূল্যে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার ঘটনায় স্পষ্ট কোনো কিছুই আর অসম্ভব নয়!
শেষ পর্যন্ত নেইমারের স্পেনে প্রত্যাবর্তন হবে কিনা তা সময়েই বলে দেবে। বার্সায় ফিরে গেলে সেটি হবে নিঃসন্দেহে আরও বড় নাটক। কাতালান সমর্থকরা সেটি কিভাবে গ্রহণ করবেন সেটিও বড় প্রশ্ন। এই সুযোগটিও নিতে চাইবে রিয়াল। নেইমারের পূর্বসূরী রোনালদোও ক্লাব ক্যারিয়ারে বার্সা ছেড়ে ইন্টার মিলান হয়ে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায় যোগ দিয়েছিলেন। নেইমারও যদি বার্নাব্যুতে নাম লেখান অবাক হওয়ার কিছু থাকবে না।
এখন আগামী জুনে রাশিয়া বিশ্বকাপের আগে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ নেইমারের সামনে। চলতি সপ্তাহের শুরুতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। মাঠে ফিরতে অন্তত দুই মাস সময় লেগে যেতে পারে। এ ধরনের সার্জারি থেকে পুরোপুরি ছন্দ ফিরে পেতে কারও কারও তিন মাসও লেগে যায়। এ নিয়েই যত ভয় সেলেকাও সমর্থকদের। ওয়ার্ল্ডকাপে সেরা নেইমারকে পাওয়া যাবে তো!
নেইমারকে ছাড়া চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে প্যারিসে রিয়াল মাদ্রিদের কাছে অসহায় আত্মসমর্পণই করেছে পিএসজি। ঘরের মাঠে হেরে গেছে ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-২ অ্যাগ্রিগেট। বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগে ৩-০ গোলের লজ্জায় ডোবে উনাই এমেরির শিষ্যরা। সে ম্যাচে ছিলেন নেইমার। ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে ছিটকে যান সাবেক বার্সা সুপারস্টার।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৮
এমআরএম