জয়ের ব্যবধান অবশ্য চেলসিকে বার্সার বিপক্ষে খুব একটা উজ্জীবিত করবে না। তবে ব্লুজদের জয়ে যে ভূমিকা রেখেছেন উইলিয়ান, আর তাতেই কোন্তে শিবিরে স্বস্তি।
প্রথম পর্বের ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান গোল করার পর লিওনেল মেসির শটে সমতায় ফেরে বার্সা। তবে সেই ম্যাচটি চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হওয়ায় অ্যাওয়ে গোলের সুবিধা অবশ্য কাতালানরাই পেয়েছে।
আগামী ১৪ মার্চ বার্সার মাঠে আতিথিয়েতা নিতে যাবে চেলসি। কোয়ার্টার ফাইনালে যেতে হলে সেই ম্যাচে উইলিয়ানদের জিততেই হবে। অন্যদিকে ড্র করলেই অ্যাওয়ে গোলের সুবিধে কাজে লাগিয়ে শেষ আটে জায়গা করে নেবে বার্সা।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৮
এমএমএস