ম্যানসিটির লিগে এখন আরও আটটি ম্যাচ খেলতে হবে। কিন্তু আট ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেই যে কোনো মূল্যে শিরোপা উৎসবে মাতবে দলটি।
এদিন অবনমন অঞ্চলে থাকা স্টোকের মাঠ বেট৩৬৫ স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় ম্যানসিটি। যেখানে ম্যাচের ১০ মিনিটেই রাহিম স্টারলিংয়ের পাস থেকে দলের লিড এনে দেন সিলভা। আর দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় জোড়া গোল পূর্ণ করে জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ তারকা।
শিরোপা জয়ের কাছে চলে যাওয়া ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১। লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৪ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৮।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এমএমএস