রোমাঞ্চকর কিছু ম্যাচ না দেখে পরে আবার আফসোস করবেন না! আগামী শুক্রবার (২৩ মার্চ) থাকছে তেমনই এক ব্যস্ত সূচি। মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড, ফ্রান্সের মতো তারকাসমৃদ্ধ দলগুলো।
বাংলাদেশ সময় অনুযায়ী, কখন কে কার মুখোমুখি হচ্ছে দেখে নেওয়া যাক:
উরুগুয়ে বনাম চেক প্রজাতন্ত্র - বিকেল ৫টা ৩৫ মিনিটে শুরু।
ব্রাজিল বনাম রাশিয়া – রাত ১০টায়।
আর্জেন্টিনা বনাম ইতালি - দিবাগত রাত পৌনে ২টায়।
পর্তুগাল বনাম মিশর – দিবাগত রাত ১টায়।
জার্মানি বনাম স্পেন – দিবাগত রাত পৌনে ২টায়।
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস - দিবাগত রাত পৌনে ২টায়।
ফ্রান্স বনাম কলম্বিয়া - দিবাগত রাত ২টায়।
পেরু বনাম ক্রোয়েশিয়া – দিবাগত রাত দেড়টায়।
সার্বিয়া বনাম মরক্কো – দিবাগত রাত দেড়টায়।
মেক্সিকো বনাম আইসল্যান্ড - দিবাগত রাত ৩টায়।
অাগামী ১৪ জুন ২১তম ওয়ার্ল্ডকাপের পর্দা উঠবে। বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও নেদারল্যান্ডস।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৮
এমআরএম