ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে নীলের পরিবর্তে কালো জার্সিতে মেসিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
বিশ্বকাপে নীলের পরিবর্তে কালো জার্সিতে মেসিরা ছবি:সংগৃহীত

আসছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের তিন মাসও সময় নেই। তবে এরই মধ্যে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। মাঠের প্রস্তুতির পাশাপাশি এবার বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি উন্মোচন হলো নয়টি দেশের।

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস এই নয়টি দেশের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া, জার্মানি, বেলজিয়াম, মেক্সিকো, রাশিয়া, সুইডেন ও জাপান।

এর আগে অ্যাওয়ে জার্সিতে সবসময় নীল রঙা পোশাকে মাঠে নামতো আর্জেন্টিনা। যা গত বিশ্বকাপের ফাইনালেও দেখা গিয়েছিল। তবে ইতিহাস ভেঙে প্রথমবারের মতো কালো জার্সিতে দেখা যাবে মেসি-আগুয়েরোদের।

আগামী শুক্রবার (২৩ মার্চ) ম্যানচেস্টারে প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জার্সিটি তৈরি করা হয়েছে ১৯৯০ বিশ্বকাপের আদলে। আর স্পেনেরটি আশির দশকের শেষের দিকে জার্সির আদলে। শুক্রবার এ দু’দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।