টানা ২২ ম্যাচ জার্মানি হারের স্বাদ পেলো নেইমারবিহীন তিতের দলের কাছে। গ্যাবিয়েল হেসুসের একমাত্র গোলে বিশ্ব চ্যাম্পিয়নরা হারালো অজেয় থাকার তকমা।
শুরুতেই এগিয়ে যেতে পারতো প্রতিশোধের নেশায় মত্ত ব্রাজিল। একাদশ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে একা ডি-বক্সে ঢুকে পড়েন ফিলিপে কৌতিনিয়ো। কিন্তু শট না নিয়ে পাওলিনিয়োর দিকে দুর্বল পাস দিয়ে হতাশ করেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার।
এরপর ব্রাজিলিও অতিথিরা বেশ কিছুক্ষণ জার্মান রক্ষণে চাপ ধরে রাখলেও তাদের আক্রমণগুলো কখনও ডি-বক্সের বাইরে কখনও ভিতরে ভেস্তে গেছে। মাঝে পাল্টা আক্রমণে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান ব্রাজিলের ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন।
গুছিয়ে ওঠা জার্মানি এ সময় একাধিক আক্রমণ করলেও ফল হয়নি। বিপরীতে ৩৬তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে বিনা বাধায় বল উড়িয়ে মারেন গাব্রিয়েল জেসুস। দু’জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যে শট নেন, কিন্তু ক্রসবারের ওপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে।
পরের সময়টুকু অবশ্য আর ব্যর্থ হতে দেননি জেসুস। ডান দিক থেকে উইলিয়ানের ক্রসে জোরালো হেডে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপ হাত দিয়ে বল প্রায় আটকে দিয়েছিলেন। কিন্তু পেছনে পড়ে যাওয়ায় পারেননি ব্রাজিলের গোল ঠেকাতে। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তিতের শিষ্যরা।
বিরতির পর বেশ কিছু আক্রমণ চালিয়েও অবশ্য ফল পায়নি কোনো দল। ৫৬ মিনিটে উইলিয়ানের শট দারুণ চেষ্টায় প্রতিহত করেন রুদিগার। গোল পেতে মরিয়া স্বাগতিকরা সুযোগ পেলেও রক্ষণাত্মক হয়ে পড়া ব্রাজিলিয়ানদের সামনে করতে পারেনি সুবিধে। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এইচএমএস/এসআরএস