জোড়া গোল উদযাপনে মাতেন তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একবার করে লক্ষ্যভেদ করেন সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার জুনিয়র।
গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অ-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়েই তহুরা-আনুচিংরা হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন। এবার লাল-সবুজ জার্সিতে হংকং মাতাচ্ছে বাংলাদেশের কিশোরীরা।
খেলার প্রথমার্ধেই ৬-০ গোলে লিড নেয় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। বিরতির পর আরও চারটি গোলের বিপরীতে হজম করতে হয় একটি।
নারী ফুটবলে এর আগে একবারই মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিনিয়রদের ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল মালয়েশিয়া। কিন্তু এবার বাংলাদেশের জুনিয়রদের সামনে দাঁড়াতেই পারলো না তারা। বিধ্বস্ত হওয়া যাকে বলে!
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৮
এমআরএম