এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারারিয়ে শুভ সূচনা করেছিল খাতুন-শামসুন্নাহাররা।
অসাধারণ খেলা বাংলাদেশের হয়ে এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল করে লিড এনে দেন তহুরা খাতুন।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শামসুন্নাহার। আর ম্যাচের ৭৭ মিনিটে নিজের জোড়া গোল উদযাপন করেন মগিনি। তবে খেলার শেষ মুহূর্তে একটি গোল শোধ করে ইরান।
এই টুর্নামেন্টটি হচ্ছে লিগ ভিত্তিতে। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ চ্যাম্পিয়নের মুকুট পড়বে। বাংলাদেশ কিশোরিদের চোখ শিরোপাতেই।
র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৮, যেখানে ৪৪ ধাপ পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান ১০২। গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তহুরা-শামসুন্নাহাররা। শেষ ম্যাচে রোববার বিকেল সাড়ে ৩ টায় স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসএইচ/এমএমএস