রোববার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ৫-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল জয় লাভ করে।
খেলায় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, পৌর মেয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা চেম্বারের সভাপতি এরফান আলী, মুক্তিযোদ্ধা রহুল আমিন।
আরো উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তফিকুল ইসলাম তোফা, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম ভোতা, আব্দুল হান্নান, মো. আপেলসহ অন্যরা।
খেলায় ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন মো. শরিফুল ইসলাম। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নওগাঁ জেলা বানাম রংপুর জেলা দল। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ২০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কস্তা।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএ