লা লিগায় ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ সিজন মিলিয়ে একটানা ৩৮ ম্যাচে অপরাজেয় ছিল সোসিয়েদাদ। তাদের দৌড় থামিয়েছিল সেভিয়া।
শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুর্দান্ত গতিতে ছুটছে বার্সা। ৩০ ম্যাচে ৯ পয়েন্টের লিড (৭৬)। অার আটটি ম্যাচ বাকি। সোসিয়েদাদের রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে লেগানেসকে আতিথ্য দেবেন লিওনেল মেসিরা। ন্যু ক্যাম্পে আগামী শনিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে। এর তিনদিন আগে নামতে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ রোমা।
আরও একটি রেকর্ড স্পর্শ করার সামনে দাঁড়িয়ে ভালভার্ডের শিষ্যরা। পেপ গার্দিওলার অধীনে ২০১০-১১ মৌসুমে টানা ১৭টি অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় থাকার অর্জনটি এখনো অক্ষত। লেগানেস ম্যাচ দিয়ে সেটিও ছুঁয়ে ফেলতে পারে বার্সা। এই মৌসুমে ১০০ পয়েন্টের রেসেও আছে তারা। তবে জিততে হবে বাকি ৮টি ম্যাচেই।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৮
এমআরএম