হোম ভেন্যুতে বার্সার পরবর্তী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ ইতালির রোমার বিপক্ষে। বুধবার (৪ এপ্রিল) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দু’দল।
বায়ার্নের কাছে ৩-০ গোলে হারের পর আর এমন অভিজ্ঞতার সামনে পড়েনি কাতালানরা। সেবার বার্সাকে সেমির দুই লেগ মিলিয়ে ৭-০ তে বিধ্বস্ত করেছিল জার্মান পরাশক্তিরা।
এরপর থেকে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ মানেই অপ্রতিরোধ্য বার্সা। স্বাগতিক হিসেবে পিএসজি, এসি মিলান, ম্যানসিটি, বায়ার্ন ও জুভেন্টাসের মতো হেভিওয়েট টিমকে মোকাবিলা করতে হয়েছে। রোমার বিপক্ষেও রয়েছে সুখস্মৃতি। ২০১৫ সালে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে এসে ৬ গোল হজম করেছিল তারা।
অপরাজেয় যাত্রায় ২৩টি জয় ও দু’টি ড্র করেছে বার্সা। ২০১২-১৩ মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ও গত সিজনে জুভিদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ন্যু ক্যাম্পে একবারই বার্সার পরাজয় দেখেছে স্বাগতিক দর্শকরা। তাও গত বছরের আগস্টে। স্প্যানিশ সুপার কাপের ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হারের পর হোম ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০১৮
এমআরএম