ছবি: সংগৃহীত
প্রথমবারে মতো ভারতে লিগ খেলছেন সাবিনা খাতুন। আর প্রথমবারই বাজিমাত করলেন লাল-সবুজের এই নারী ফুবলার। যেখানে প্রথম দুই ম্যাচে এক গোল করে করলেও মঙ্গলবার (০৪ এপ্রিল) বাংলাদেশ অধিনায়ক করেন জোড়া গোল।
সাবিনার জোড়া গোলে ভর করেই ইন্ডিয়া রাশ সকার ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে সিথু এফসি।
তামিলনাড়ু সিথু এফসির হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগে সর্বশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েই গোলের দেখা পেলেন সাবিনা।
তিন ম্যাচে তার গোল সংখ্যা ৪। তার গোলেই বলতে গেলে তিন ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সিথু।
তবে এই সাফল্য পেতে সাবিনাকে বেশ কষ্টই করতে হয়েছে। বিদেশি কোটায় তিনি তিনি পেছনে ফেলেছেন টটেনহামে খেলা অন্য বিদেশি তানভি হ্যানসকে। তবে সুযোগ পেয়ে ঠিকই নিজের জাত চেনাচ্ছেন সাবিনা।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।