ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হলুদ বেলুন উড়িয়ে শাস্তির মুখে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
হলুদ বেলুন উড়িয়ে শাস্তির মুখে বার্সা ছবি: সংগৃহীত

জেলে থাকা কাতালান রাজনীতিবিদদের প্রতি সমর্থন প্রকাশ করতে বার্সেলোনার খেলার সময় হলুদ বেলুন ওড়ান সমর্থকরা। মাঠেও ছুঁড়ে মারেন। উয়েফা ডিসিপ্লিনারি বিধান ভঙ্গ করায় এবার শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যেই বার্সার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

ন্যু ক্যাম্পে দু’দিন আগে রোমার বিপক্ষে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমন ঘটনা ঘটে। ৪-১ গোলের জয়ে শেষ চারে এক পা দিয়ে রাখে কাতালানরা।

প্রথমার্ধেই স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক প্রতিবাদ। স্পেনের কাতালুনিয়া অঞ্চল (রাজধানী বার্সেলোনা) স্বাধীনতার স্বপক্ষে সমস্বরে আওয়াজ তোলেন সমর্থকরা। প্রচুর হলুদ বেলুন ওড়াতে থাকেন তারা। যা এসে পড়ে মাঠের ওপর।

ছবি: সংগৃহীতবলা হচ্ছে, হলুদ বেলুন জেলে থাকা কাতালান রাজনীতিবিদদের সাপোর্ট দেওয়ার প্রতীক, যারা গত অক্টোবরে স্বাধীনতার পক্ষে আনঅফিসিয়াল গণভোটের পর গ্রেফতার হন।

শুক্রবার (৬ এপ্রিল) বার্সার বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় পলিটিক্যাল ফ্যাক্টরে কোনো রেফারেন্স উল্লেখ করেনি উয়েফা গভর্নিং বডি। শুধুমাত্র মাঠে কোনো জিনিস ছুঁড়ে মারার অপরাধে আচরণবিধির আর্টিক্যাল ১৬ (২) লঙ্ঘন করার কথা বিবৃতিতে উদ্ধৃত করা হয়।

আগামী ৩১ মে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বার্সার ওপর কোনো শাস্তি আরোপ করা হবে নাকি সতর্ক করে দেওয়া হবে তা তখনই জানা যাবে। যেটি পরিচালনা করবে উয়েফার কন্ট্রোল, ইথিকস ও ডিসিপ্লিনারি বডি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।