২০১৮ বিশ্বকাপে মোট ৩৬ জন রেফারি ও ৬৩ জন সহকারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন। তারা কি পরিমাণ আয় করবেন সেই অঙ্কটা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান আউটলেট ‘ইউওএল এস্পোর্তে’।
সূত্র মতে, সবার উপার্জন আবার এক হবে না। অভিজ্ঞতা ও ক্যারিয়ারের অগ্রগতি হিসেব করে ফিফা মনোনীত রেফারিরা থাকবেন পৃথক পৃথক ক্যাটাগরিতে।
জার্মানির ফেলিক্স ব্রাইচ, স্পেনের মাতিউ লাহোজ, তুরস্কের কিউনিত চাকির ও আর্জেন্টিনার নেস্তর পাইতানার মতো শীর্ষ রেফারিদের ৫৭ হাজার ইউরো করে দেবে ফিফা। টাকার অঙ্কে ৫৮ লাখের বেশি। সঙ্গে ম্যাচপ্রতি বাবদ পাবেন আড়াই হাজার ইউরো।
সহকারী রেফারিরা পকেটে পুরবেন ২০ হাজার ইউরো (২০ লাখের বেশি)। ম্যাচপ্রতি সম্মানী ১৬০০ ইউরো।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০১৮
এমআরএম