ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেরা তিনের বাইরে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
সেরা তিনের বাইরে রিয়াল ছবি: সংগৃহীত

লিগ মৌসুমের ‍দু’টি মাদ্রিদ ডার্বি ম্যাচই ড্রয়ে নিষ্পত্তি হলো। শিরোপা রেসে আগেই পিছিয়ে পড়া বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার সেরা তিনের বাইরে চলে গেছে। ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ ফলাফলের হতাশায় ডোবে জিনেদিন জিদানের শিষ্যরা।

লো-স্কোরিং ম্যাচের সম্ভাবনা ছিল অনুমেয়। গত নভেম্বরে প্রথম মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্র হয়েছিল।

রিয়াল পয়েন্ট খোয়ানোয় তৃতীয় স্থান দখল করেছে এসপানিওলকে ১-০ ব্যবধানে হারানো ভ্যালেন্সিয়া।

বল দখলসহ আক্রমণাত্মক ফুটবলে চালকের আসনেই ছিল রিয়াল। কিন্তু অ্যাতলেতিকোর রক্ষণ ভাঙতে ঘাম ঝরাতে হয় লস ব্লাঙ্কসদের। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো। চার মিনিট বাদেই স্বাগতিকদের উল্লাস থামিয়ে দেন অ্যান্তোনি গ্রিজম্যান। ৬৪ মিনিটে রোনালদোর বদলি খেলোয়াড় মাঠে নামান জিদান। তবে ইনজুরি শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফ্রেঞ্চ কিংবদন্তি।  

শিরোপা রেসে বার্সেলোনার চেয়ে পিছিয়ে থাকার বাস্তবতায় নিকটতম প্রতিদ্বন্দ্বীদের দ্বিতীয় স্থানে থেকে সিজন শেষ করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে! যেখানে আরও পিছিয়ে পড়লো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

গত ২২ বছরে একবারই রিয়ালকে পেছরে ফেলে লিগ মৌসুম শেষ করতে পেরেছে অ্যাতলেতিকো। পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচে বার্সার সংগ্রহ ৭৯। সমান ম্যাচে ১১ পয়েন্ট পিছিয়ে অ্যাতলেতিকো। তিনে উঠে আসা ভ্যালেন্সিয়ার অর্জন ৬৫। চার নম্বরে নেমে যাওয়া রিয়ালের পয়েন্ট ৬৪। মৌসুম শেষ হতে হাতে আর ৭টি করে ম্যাচ।

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় হোম ভেন্যুতে অ্যাতলেতিকোকে হারানোর অপেক্ষা বাড়লো জিনেদিন জিদানের। বার্নাব্যুতে এ নিয়ে শেষ পাঁচবারের ভিজিটে তিনবারই জয় (দু’টি ড্র) নিয়ে ফিরেছে অ্যাতলেতিকো।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।