ইতোপূর্বে ওপেন ট্রায়ালের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত বসুন্ধরা কিংস তার নিজস্ব ফেইসবুক পেইজে একটি ক্যাম্পেইন চালায়। ক্যাম্পেইনে সাড়া দিয়ে দেশ থেকে আবেদন করেন সাড়ে ৫ হাজার তরুণ ফুটবলার।
এই ট্রায়ালে প্রধান নির্বাচকের ভূমিকায় কাজ করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ শফিকুল ইসলাম মানিক।
ফুটবলার বাছাইয়ের মাঝে মানিক সাংবাদিকদের বলেন, ‘গত ২৩ মার্চ থেকে ট্রায়াল শুরু হয়। এতে প্রায় দেড় হাজার ফুটবলার অংশগ্রহন করে। মোট ১১ দিনের ট্রায়াল অনুষ্ঠিত হয়। যেখানে ১০ দিনে ২০০ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। আজ আরও ২০ অথবা ৩০ জনকে দেওয়া হবে। ’
তিনি আরও বলেন, ‘বাছাই হওয়ার পর ৩০ জন করে ৩দিনের ক্যাম্প করা হবে। যেখানে থেকে হয়তো মোট ৩০ থেকে ৪০ জন ফুটবলার নেওয়া হবে। এদের আগামী বছর বাফুফের অনুর্ধ্ব খেলাগুলোর জন্য প্রস্তুত করা হবে। নির্বাচকদের মধ্যে আমাদের সঙ্গে আরও রয়েছেন কামাল বাবু, রজনিকান্ত, ফয়সাল ও লাকি। ’
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৮
এমএমএস