ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের আশায় থাকা চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
চ্যাম্পিয়নস লিগের আশায় থাকা চেলসির জয় ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করেছিল চেলসি।কিন্তু বাজে খেলতে খেলতে শেষের দিকে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কিনা তা নিয়েই সন্দিহান অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।তবে বার্নলির বিপক্ষে জিতে সে আশা বাঁচিয়ে রাখলো ব্লুজ খ্যাত দলটি।

ইউরোপের সর্বোচ্চ লিগ চ্যাম্পিয়ন লিগে খেলতে হলে প্রিমিয়ার লিগে অন্তত চতুর্থ দল হিসেবে মৌসুম শেষ করতে হয়। তবে এ জয়ে পঞ্চমস্থানে থাকলেও চতুর্থ দল টটেনহাম হটস্পারদের থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি।

বৃহস্পতিবার রাতে বার্নলির মাঠ টার্ফ মুরে আতিথিয়েতা নিতে যায় চেলসি। যেখানে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এদিন ২০ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার কেভিন লংয়ের আত্মঘাতি গোলে এগিয়ে যায় চেলসি। তবে ৬৪ মিনিটে অ্যাশলে বার্নসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু পাঁচ মিনিট পরেই ভিক্টর মোজেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। সপ্তম স্থানে থাকা বার্নলির পয়েন্ট ৫২। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি ৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহাম। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।