রোববার (২২ এপ্রিল) সিটিজেনদের ঘরের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে দাভিদ সিলভা ও রাহিম স্টার্লিংয়ের গোলে ২-০ তে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।
বাকি তিনটি গোল এসেছে দ্বিতীয়ার্ধে।
ম্যাচের বয়স তখন ১২ মিনিট। স্টার্লিংয়ের কাটব্যাক থেকে কোনাকুনি শটে দলকে ১-০ তে লিড এনে দেন দাভিদ সিলভা। এর ঠিক চার মিনিট পরে ফাবিয়ান ডেলফের এগিয়ে দেওয়া বল থেকে থেকে জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে রকেট শটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান কেভিন ডি ব্রুইনে। ৬৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন বের্নার্দো সিলভা। ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গাব্রিয়েল জেসুসের স্পট কিক গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো।
শেষ গোলটি আসে ৮৮তম মিনিটে। ইয়াইয়া তোরের এগিয়ে দেয়া বল মাথার জোড়ালো ছোঁয়ায় জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৮
এইচএল