ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মক্কায় জমি উপহার পাচ্ছেন সালাহ! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
মক্কায় জমি উপহার পাচ্ছেন সালাহ!  উড়ছেন লিভারপুলের ‘মিশরীয় রাজা’ মোহাম্মদ সালাহ

‘মিশরীয় রাজা’ মোহাম্মদ সালাহ এক কথায় ‘রাজত্ব’ই করছেন বর্তমান ইংলিশ ফুটবলে। ভক্তদের মতে, পুরো ইউরোপের রাজদণ্ডটা হাতে উঠতেও খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না তার। একদিন হয়তো সালাহর পায়ের যাদুতে ইতিহাসই গড়ে ফেলবে লিভারপুল। 

দিনে দিনে তার অনন্য সব কীর্তি ফুটবলপ্রেমীদের ভাসাচ্ছে আনন্দের জোয়ারে। সালাহর কৃতিত্বে মুগ্ধ সৌদি সরকারও।

সেজন্য কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কার জেতা এই ফুটবলারকে মক্কার পবিত্র মসজিদুল হারামের পাশেই এক খণ্ড জমি দেওয়ার কথা ভাবছে সৌদি।  

সালাহ একজন দুরন্ত ক্রীড়াবিদের পাশাপাশি সঠিকভাবে ইসলাম ধর্ম পালনকারীও। আর তার এই গুণে মুগ্ধ হয়েই মক্কা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আল রওকি এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

সৌদির একটি পত্রিকার বরাত দিয়ে জনপ্রিয় একটি ব্রিটিশ সংবাদমাধ্যম এই খবরটি দিয়েছে। ওই সংবাদমাধ্যমকে ফাহাদ রওকি বলেছেন, ‘আমাদের এখানে জমি দেওয়ার বিভিন্ন কারণ আছে। সৌদি নিয়মানুসারে (মিশরীয়) অধিনায়ক সালাহকে কী ধরনের জমি দেওয়া হবে সেটা নিশ্চিত করতে হবে। যদি সৌদি নিয়ম অনুসারে জমি দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে মসজিদুল হারামের ঠিক বাইরেই সালাহর জন্য একখণ্ড জমির স্থান নির্ধারণ করা হবে। কিংবা, সৌদি সরকারের নিয়মানুসারে জমি দেওয়া না যায়, তাহলে মোহাম্মদ সালাহর নামে একটি মসজিদ নির্মাণ করা হবে। ’

মক্কা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এই মিশরীয় যুক্তরাজ্যে ইসলামের একজন অসাধারণ দূত। তার জন্য আমাদের এই অবস্থান মুসলিম তরুণ প্রতিভাদের এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টি করবে। ’

তবে মক্কায় জমি পাওয়ার আরও একটি পথ খোলা আছে সালাহর সামনে। যদি তিনি নিজে থেকে জমির জন্য আবেদন করেন, তখন তার কাছে জমি বিক্রি করা হবে।  

লিভারপুলের হয়ে নিজের প্রথম মৌসুমেই ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন সালাহ। উয়েফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেই তার স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৪৩ গোল এবং ১৩টি করেছেন অ্যাসিস্ট। যে কারণে, প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। তার পায়ের জাদুতেই ভর করে লিভারপুল এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জিতে ফাইনালে চোখ রাখছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।