ফুটবলের ইতিহাস সেরাদের কাতারে যেতে হলে মেসিকে বিশ্বকাপ জিততে হবে; অনেকেই এমনটা ভাবলেও আর্জেন্টিনার সাবেক কোচ সিজার লুইস মেনোত্তির ভাবনা ভিন্ন। তিনি মনে করেন বিশ্বকাপ শিরোপা ছাড়াই মেসি বিশ্বসেরাদের একজন।
আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ডি স্টেফানো বিশ্বকাপ জেতেননি। আমার মনে হয় না ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় জায়গা পেতে মেসিকে বিশ্বকাপ জিততে হবে। সে ইতিমধ্যেই সেই তালিকায় জায়গা করে নিয়েছে।
স্টেফানো হলেন ইতিহাস বিখ্যাত এমন একজন ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়েছেন। কিন্তু আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলেও বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তার। তবুও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন স্টেফানো।
মেনোত্তি অবশ্য এটাও জানিয়েছেন মেসির হাতে বিশ্বকাপ উঠলে বেশ খুশি হবেন। তিনি বলেন, আমিও চাই সে বিশ্বকাপ জিতুক। তবে তার শ্রেষ্ঠত্বের ইতিহাস তার ২০ ট্রফির সঙ্গেই লেখা হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমকেএম/এমজেএফ