শুক্রবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচে ছিলেন না ম্যানইউয়ের দুই ফরোয়ার্ড সানচেস ও লুকাকু। ফলে শুরু থেকেই আক্রমণ শানাতে ব্যর্থ হয় ম্যানইউ।
ক্রমাগত আক্রমণ চালিয়ে যাওয়ায় ৫৭ মিনিটে গোল পেয়ে যায় ব্রাইটন। বক্সের বাম পাশ থেকে পাওয়া বলে দারুণ ক্ষিপ্রতায় মাথা ছুঁইয়ে দেন প্যাসকেল। ম্যানইউর ডিফেন্ডার মার্কোস রোহো গোল হওয়া ঠেকাতে মরিয়া এক শটে বল ফেরত পাঠালেও গোল লাইন পার হয়ে যায় আগেই। বাকি সময় আক্রমণ শানিয়েও গোল করতে ব্যর্থ হয় ম্যানইউর আক্রমণভাগ। ফলাফল ১-০ গোলের পরাজয়।
এই হারে ৩৬ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। আর সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পরবর্তী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে ব্রাইটন। ৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে যথারীতি ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এমএইচএম/এমজেএফ