ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্যালন ডি'অর জয়ের দৌড়ে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মে ৫, ২০১৮
ব্যালন ডি'অর জয়ের দৌড়ে কে এগিয়ে? ব্যালন ডি'অর জয়ের দৌড়ে কে এগিয়ে?-ছবি: সংগৃহীত

মেসি ও রোনালদো, দশ বছর ধরে এরাই ফিফা বর্ষসেরা কিংবা ব্যালন ডি’অর পুরস্কার ভাগাভাগি করে আসছেন। এবারও তার ব্যত্যয় হবে বলে মনে হয়না। প্রশ্ন হচ্ছে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এখন পর্যন্ত কে এগিয়ে?

রোববার (০৬ মে) মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ক্লাবের লড়াইয়ের মাঝে আরও এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা।

আর তা হলো সময়ের সেরা দুই ফরোয়ার্ডের ব্যক্তিগত অর্জনের লড়াই। যদিও লিভারপুলের মোহাম্মদ সালাহ অন্যতম দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন।

গোল করা ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজটি অনায়াসে করতে সক্ষম মেসি-রোনালদো। তাই তাদের মধ্যে শীতল একটা প্রতিযোগিতাও চলে। গোল করার ক্ষেত্রে রোনালদো আর সবার চেয়ে এগিয়ে থাকলেও মাঠে বল বানিয়ে দেয়া আর গোল করা দুটোই সমানতালে করতে পারায় মাঠে মেসির সক্ষমতা বেশি।

চলতি মৌসুমে মেসি ও রোনালদো প্রায় সমানতালে গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনার ফুটবল জাদুকরের গোলসংখ্যা এখন পর্যন্ত ৪৩, আর পর্তুগিজ উইঙ্গারের গোলসংখ্যা ৪২। তবে একটা জায়গায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। শুরুতে পিছিয়ে থেকেও ৪১ ম্যাচেই রোনালদোর গোল ৪২টি, অন্যদিকে ৪৩ গোল করতে মেসির লেগেছে ৫১ ম্যাচ।

চ্যাম্পিয়নস লিগের হিসেবেও এগিয়ে রোনালদো। মেসির ৬ গোলের বিপরীতে রোনালদোর গোল ১৫টি। রোনালদোর সামনে গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। লা লিগায় আবার মেসি এগিয়ে। মেসির ৩২ গোলের বিপরীতে রোনালদোর গোল ২৪টি। মৌসুমের মাঝামাঝি সময় পর্যন্ত মাত্র ৪ গোল নিয়ে অনেক পিছিয়ে ছিলেন রোনালদো। কিন্তু পরবর্তী ১৯ ম্যাচেই ২৬ গোল করে মেসির চেয়েও গোল গড়ে এগিয়ে যান। এই সময়ে ২৬ ম্যাচে মেসির গোল ২৪।

অ্যাসিস্টের ক্ষেত্রে মেসি আবার রোনালদোর চেয়ে অনেক এগিয়ে। মেসির ১৭ অ্যাসিস্টের বিপরীতে রোনালদোর অ্যাসিস্ট মাত্র ৮টি। মেসির অ্যাসিস্টগুলোর মধ্যে লা লিগায় ১২টি, চ্যাম্পিয়নস লিগে ২টি এবং ৩টি কোপা দেল রে’তে। আর লা লিগায় রোনালদোর অ্যাসিস্টের মধ্যে ৫টি লা লিগায়, চ্যাম্পিয়নস লিগে ৩টি। কোপা দেল রে’তে রোনালদো কোনো ম্যাচই খেলেননি।

২০১৭ সালটা দারুণ কেটেছে লস ব্লাঙ্কসদের। স্প্যানিশ সুপার কোপা, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতে সফল মৌসুম কাটিয়েছিলেন জিদানরা। তবে সেসব আগের মৌসুমের হওয়ায় ব্যালন ডি’অর পুরস্কারের হিসাবে স্থান পাবে না। চলতি মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ জয়ের খুবই কাছে রিয়াল। লিভারপুলকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট অর্জন করতে পারলে রোনালদোর জন্য ব্যালন ডি’অর জয় সহজ হয়ে যাবে।

বার্সেলোনা চলতি মৌসুমে দুইটি শিরোপা জয় করেছে। লা লিগা আর কোপা দেল রে। এদিক থেকে আবার মেসির সুযোগও কম নয়। তবে প্রতিযোগিতায় কিন্তু আরও একজন আছেন। তিনি আর কেউ নন, লিভারপুলের হয়ে অসম্ভব সুসময় কাটানো মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে ৪৯ ম্যাচে ৪৩ গোল করা সালাহ’র সৌজন্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রেখেছে লিভারপুল।

লিভারপুল ইউরোপ সেরার মুকুট জয় করতে পারলে ব্যালন ডি’অর জেতার সুযোগ বাড়বে সালাহ’র জন্য। কারণ, গোলসংখ্যার দিক থেকে রোনালদো এগিয়ে থাকলেও শিরোপা জয়ের দিক থেকে রোনালদো পিছিয়ে যাবেন (চ্যাম্পিয়নস লিগ না জিতলে শিরোপা শূন্য থাকবে রিয়াল)। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও ব্যালন ডি’অর-এর দাবিদার হতে পারেন যদি তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে পারেন।

আপাতদৃষ্টিতে এই কয়জন ছাড়া আর কেউ নেই যার পক্ষে ব্যালন ডি’অর জেতা সম্ভব। এখন পর্যন্ত সবমিলিয়ে দুই শিরোপা নিয়ে মেসিই বড় দাবিদার। কিন্তু হিসেব পাল্টে যেতে পারে যদি রোনালদো চ্যাম্পিয়নস লিগ জিতে যান। সালাহ’র ক্ষেত্রেও একই হিসেব।

বাংলাদেশ সময়ঃ ১৬১০ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।