গত সপ্তাহে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ফ্রেঞ্চ রেফারি ক্লেমেন্ট টারপিনের সাথে অশোভন আচরণের দায়ে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কর্তৃক ৪ ম্যাচের নিষেধাজ্ঞার খরায় পড়েন এই আর্জেন্টাইন কোচ। সাথে ১০ হাজার ইউরোও জরিমানা করা হয় তাকে।
ম্যাচের মাঝমাঝি সময়ে অ্যাতলেটিকো ডিফেন্ডার সিমে ভারসালকো দুই হলুদ কার্ড দেখান রেফারি টারপিন। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ফেটে পড়েন সিমিওন।
টারপিন ছাড়াও সিমিওন চতুর্থ রেফারিকেও এক পর্যায়ে ধাক্কা মারেন। দলের কোকেকে আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিন ফাউল করলে তাকে হলুদ কার্ড না দেখানোয় রেফারির প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন সিমিওন।
৩ মে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করে ইউরোপা লিগের ফাইনালে ওঠার দিনেও নিষেধাজ্ঞার কারণে ডাগ আউটে ছিলেন না সিমিওন। আর এবার ফরাসি ক্লাব মার্শেইয়ের বিপক্ষে ফাইনাল ম্যাচেও অনুপস্থিত থাকতে হবে তাকে।
বাংলাদেশ সময়ঃ ১৬৫২ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস