চ্যাম্পিয়নস লিগে আগেভাগেই বিদায় ঘটায় প্রায় এক সপ্তাহ বিশ্রাম নিয়ে ‘এল ক্লাসিকো’তে মাঠে নামবে আর্নেস্তো ভালভার্দের দল। তাছাড়া লা লিগার শিরোপা আগেভাগেই জিতে নেওয়ায় বেশ নির্ভার হয়েই মাঠে নামবেন মেসিরা।
অপরদিকে পূর্ণশক্তির রিয়ালকেই মাঠে নামাবেন জিদান। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলার ক্লান্তি নিয়েই মাঠে নামবেন রোনালদোরা।
স্প্যানিশ ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এই ‘এল ক্লাসিকো’। জয়-পরাজয় ছাপিয়ে মর্যাদার লড়াই হিসেবেই দেখা হয় এই ম্যাচকে। ফলে ম্যাচটি ঘিরে সমর্থকদের যেমন অনেক উচ্চাশা থাকে, তেমনি দুই ক্লাবের মধ্যেও ঠাণ্ডা লড়াই চলে। ‘এল ক্লাসিকো’তে জেতার জন্য আলাদা প্রস্তুতি থাকে দুই দলেরই। ম্যাচ ঘিরে সাজানো হয় সম্ভাব্য সেরা স্কোয়াড।
চলুন দেখে নেওয়া যাক ক্যাম্প ন্যু’তে অনুষ্ঠেয় রোববার রাতের মহারণের জন্য ঘোষিত দুই দলের স্কোয়াড।
বার্সার ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন লুকাস ডিগনে, এলেক্স ভিদাল, আন্দ্রে গোমেজ ও ইয়েরি মিনা।
রিয়ালের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন দানি কারভাহাল, ইসকো (ইনজুরির কারণে)।
বার্সেলোনা স্কোয়াড: মার্ক-আন্দ্রে টের স্টেগান (গোলরক্ষক), উসমান ডেম্বেলে, ইয়ারপার সিলেসেন (গোলরক্ষক), ফিলিপি কৌতিনিউ, পাওলিনিয়ো, পাকো আলকাসার, জর্দি আলবা, সার্জিও রবার্তো, স্যামুয়েল উমতিতি, থমাস ভার্মালেন, নেলসন সেমেদু, জেরার্ড পিকে, ইভান রাকিতিচ, সার্জিও বুসকেটস, ডেনিস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা (অধিনায়ক), লুইস সুয়ারেজ, লিওনেল মেসি (সহ-অধিনায়ক)।
রিয়াল মাদ্রিদ স্কোয়াড: কেইলর নাভাস (গোলরক্ষক), লুকা জিদান (গোলরক্ষক), কিকো ক্যাসিয়া (গোলরক্ষক), লুকা মদরিচ, জিসাস ভালেহো, সার্জিও রামোস (অধিনায়ক), রাফায়েল ভারানে, নাচো, মার্সেলো ভিয়েরা, থিয়ো হারনান্দেজ, টনি ক্রুস, ক্যাসেমিরো, মার্কো অ্যাসেন্সিও, মাটিয়ো কোভাসিচ, কেবালোস, করিম বেনজেমা, গ্যারেথ বেল, লুকাস ভাসকেস, রোনালদো।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমএইচএম/জেডএস