ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রেকর্ড ১৬ ম্যাচ নিষিদ্ধ বার্সার আরদা তুরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
রেকর্ড ১৬ ম্যাচ নিষিদ্ধ বার্সার আরদা তুরান লাইন্সম্যানের সঙ্গে বিবাদের সময় আরদা তুরান

ঢাকা: লাইন্সম্যানকে ধাক্কা দেওয়ার অপরাধে রেকর্ড ১৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বার্সা মিডফিল্ডার আরদা তুরান। নিষেধাজ্ঞার ফলে চলতি মৌসুমের বাকি সময় এবং আগামী মৌসুমের মাঝামাঝি পর্যন্ত মাঠে নামতে পারবেন না ধারে নিজ দেশ তুরস্কের সুপার লিগে খেলতে যাওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তুর্কি সুপার লিগে সিভাসপোরের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে ফাউলের আবেদন করে ব্যর্থ হয়ে লাইন্সম্যানকে জোরে ধাক্কা মারেন তুরান। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখানো হয়।

ম্যাচ শেষে তুরস্কের ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি কমিটি তার বিরুদ্ধে ১৬ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার ফলে চলতি মৌসুমে বাকি দুই ম্যাচ আর আগামী মৌসুমের প্রায় অর্ধেক সময় (প্রথম ১৪ ম্যাচ) মাঠে নামতে পারবেন না তুরান। তবে দলের কোচের সহানুভূতি পাচ্ছেন তিনি। যদিও এটাই প্রথমবার নয়, গত মার্চে এক রেস্টুরেন্টে ডিনার করতে গিয়ে এক সাংবাদিকের মাথা ও চোখে আঘাত করার হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন এই তুর্কি তারকা ফুটবলার।

চলতি মৌসুমে ধারে আড়াই বছরের জন্য তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাকসেহিরে খেলতে গেছেন তুরান। ২০১৫ সালে সাড়ে তিন কোটি ইউরোতে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে তুরানকে কিনেছিল বার্সেলোনা। বার্সায় প্রথম মৌসুমে বদলি হিসেবেই মাঠে নামতে হতো তাকে।

বর্তমান কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে কোনো ম্যাচেই সুযোগ পাচ্ছিলেন না তুরান। পরে তাকে ধারে তার নিজ দেশের ক্লাব বাসাকসেহিরে পাঠানো হয়। চলতি মৌসুমে তুর্কি ক্লাবটির হয়ে ১১ ম্যাচে মাঠে নেমে মাত্র দুইবার গোলের দেখা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ১১, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।