শনিবার (১২ মে) দুপুর ১২টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ১৬টি স্কুলের ফুটবল দলকে ছাপিয়ে ফাইনালে ওঠা দুই দল।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
টুর্নামেন্টের গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন সোনাদিঘি উচ্চ বিদ্যালয়ের প্রবিত কুমার। আর গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন একই দলের অধিনায়ক জগেন লাকড়া (৯ গোল)।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পেয়েছে আড়াই লাখ টাকা। আর রানার আপ দল পেয়েছে এক লাখ টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল পেয়েছে ৫০ হাজার টাকা।
গোল্ডেন বল পুরস্কার পাওয়া প্রবিত কুমার বাংলানিউজকে বলেন, 'বড় হয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি আমি। তবে এলাকায় খেলার সুযোগ কম। '
উঠতি এই তারকার প্রিয় খেলোয়াড় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। উদীয়মান ফুটবলারদের খোঁজে ইউনিলিভারের শ্যাম্পু ব্রান্ড ক্লিয়ার মেন আয়োজিত এ টুর্নামেন্টে সহযোগী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৫ মার্চ থেকে আয়োজিত এ আসরে প্রতি বিভাগ থেকে সেরা দু’টি করে মোট ১৬টি স্কুলের ফুটবল দল অংশ নেয়। এ টুর্নামেন্টে অংশ নেওয়া স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ২৬ জনকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাফুফে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৮
এমএইসএম/এসএইচ