ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এই বিশ্বকাপ আমার হতেই হবে: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এই বিশ্বকাপ আমার হতেই হবে: নেইমার ব্রাজিলিয়ান তারকা নেইমার। ছবি: সংগৃহীত

বেশ ক্ষুধার্ত নেইমার। তবে খাবারের জন্য নয়। আসছে রাশিয়া বিশ্বকাপে তার দল ব্রাজিলকে শিরোপা জেতাতে মরিয়া এই তারকা স্ট্রাইকার। পায়ের চোট থেকে ফিরে বর্তমানে পুনর্বাসনে রয়েছেন। তবে বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাসী তিনি।

রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য ২০০২ সালের পর কোনো শিরোপা জেতেনি। কিন্তু ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বযজ্ঞে সেলেকাওদের হয়ে উদযাপন করতে চান নেইমার, ‘আসলে ফুটবল খেলাটাই আমার কাছে অনুপ্রেরণার।

মাঠের ভেতরে থাকাটাই আমার কাছে দুর্দান্ত কিছু। ’

পুনর্বাসনে থাকলেও নেইমারকে নিয়ে মূল আসরে ‌এখনও শঙ্কা রয়েছে। তবে ইতোমধ্যে তিতের ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে তিনি আছেন। আর আসরে অংশগ্রহন করে শিরোপাটা নিজের করে নিতে চান, ‘বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর। আমি এখানে খেলতে চাই ও চ্যাম্পিয়ন হতে চাই। এই বিশ্বকাপটা আমার হতে হবে। ’

বিশ্বকাপে গ্রুপ ‘ই’তে রয়েছে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে সেলেকাওরা পাচ্ছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়াকে। সুইসদের বিপক্ষে ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে তিতের শিষ্যরা।

এদিকে গত ফেব্রুয়ারির পর থেকে মাঠে বাইরে থাকা নেইমার বলেন, ‘আমি ইতোমধ্যে বল নিয়ে অনুশীলন শুরু করেছি। আমি এখন ভালো অনুভব করছি। অবশ্যই আমি কিছুটা ভীত। তবে আমি খুব ধীরে ফিরে আসছি। ’

২০১৪ সালে ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ হয় নেইমারের। সেবার তাকে ঘিরেই ব্রাজিলিয়ানদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল। তবে কোয়ার্টার ফাইনালে মারাত্মক চোট পেয়ে আসর থেকে ছিটকে যান তিনি। আর পরের ম্যাচ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের বাজে হার বরণ করতে হয় স্বাগতিকদের।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ১৭ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।