রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগালের কোচ আলিউ সিস। সেনেগাল ফুটবল দলের সব আলো থাকবে লিভারপুল তারকা সাদিও মানে এবং নাপোলির তারকা কালিদু কুলিবালির দিকে।
মূলপর্বে মাঠে নামার আগে ৩১ মে লুক্সেমবার্গ এবং ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে সেনেগালের তিন প্রতিপক্ষ হলো কলম্বিয়া, জাপান এবং পোল্যান্ড।
অন্যদিকে নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছে মরক্কো। কোচ হার্ভ রেনার্ডও ঘোষণা করেছেন ২৩ সদস্যের চূড়ান্ত দল। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মরক্কো।
বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে ৩১ মে ইউক্রেন, ৪ জুন স্লোভাকিয়া এবং ৯ জুন এস্তোনিয়ার বিপক্ষে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপের মূল পর্বে ‘বি’ গ্রুপে মরক্কোর প্রতিপক্ষ স্পেন, পর্তুগাল এবং ইরান।
সেনেগালের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম দিয়াই।
ডিফেন্ডার: লামিন গাসামা, সালিউ সিস, কালিদু কুলিবালি, কারা বোদি, ইউসুফ সাবালি, সালিফ সানে, মুসা ওয়াগ।
মিডফিল্ডার: ইদ্রিসা গুইয়ে, চেইখো কোয়েত, আলফ্রেড দিয়াই, বাদো দিয়াই, চেইখ দোয়ে, ইসমাইলা সার।
ফরোয়ার্ড: কেইটা বালদে, মামে বিরাম দিউফ, মুসা কোনাতে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, মুসা সো।
মরক্কোর ২৩ সদস্যের চূড়ান্ত দল:
গোলরক্ষক: মুনির এল কাজুই, ইয়াসিন বোনু, আহমাদ রেদা।
ডিফেন্ডার: মেদহি বেনাতিয়া, রোমান সেইস, ম্যানুয়েল দ্য কস্তা, বাদ্র বেনোন, নাবিল দিরার, আশরাফ হাকিমি, হামজা মেন্দিল।
মিডফিল্ডার: এমবার্ক বোসুফা, করিম এল আহমাদি, ইউসুফ আইত বেনাসের, সুফিয়ান আমরাবাত, ইউনুস বেলহানদা, ফ্যাকেল ফাজর, আমিন হারিত।
ফরোয়ার্ড: খালিদ বোতাইব, আজিজ বোহাদ্দুজ, আইয়ুব এল কা’বি, নরদিন আমরাবাত, মেধি সারসেলা, হাকিম জিয়েচ।
বাংলাদেশ সময়: ১৩২৫, মে ১৮, ২০১৮
এমকেএম/এমজেএফ