ডাক পাননি ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেদ্রো। মিডফল্ডে দেখা যাবে না হুয়ন মাতাকেও।
১৪ জুন থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে স্পেনের প্রতিপক্ষে হিসেবে আছে পর্তুগাল, ইরান ও মরক্কো। গ্রুপ পর্বে ১৫ জুন পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। এরপর ২০ তারিখ ইরান ও ২৫ তারিখ মরক্কোর বিপক্ষে খেলবে লা রোজারা।
স্পেনের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, পেপে রেইনা।
রক্ষণভাগ: দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, সিজার আজপিলিকুয়েতা, জর্ডি আলবা, নাচো মনরিয়েল।
মধ্যমভাগ: সার্জিও বুসকেটস, সল নিগুয়েজ, থিয়াগো আলকানত্রা, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, ডেভিড সিলভা, ইসকো।
আক্রমণভাগ: মার্কো এসেনসিও, লুকাস ভাসকুয়েজ, দিয়েগো কস্তা, রদ্রিগো মরেনো, ইয়াগো আসপাস।
বাংলাদেশ সময়: ১৮১৫, মে ২১, ২০১৮
এমকেএম/এমএমএস