রোনালদো ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপায় চুমু খেয়েছিলেন ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এরপর ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়ালের হয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন ৩৩ বছর বয়সী রোনালদো।
ক্লাব ফুটবলের সবচাইতে মর্যাদার এই আসরের শিরোপা সবশেষ তুলে ধরে উল্লাসে মেতেছেন শনিবার (২৬ মে) ইউক্রেনের কিয়েভে। যেদিন করিম বেনজেমা ও গ্যারেথ বেলের জোড়া গোলে লিভারপুলকে ৩-১ গোলে হারায় রিয়াল।
এই জয়ের মধ্য দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ল জিনেদিন জিদানের দল।
এরআগে ১৯৭৪, ১৯৭৫ ও ১৯৭৬ সালে প্রথম দল হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছিলো বায়ার্নমিউনিখ।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, ২৭ মে ২০১৮
এইচএল