প্রথমে জানা গিয়েছিল, সালাহ’র চোট ঠিক হতে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ লেগে যাবে। খোদ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর বিশ্বকাপে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
বিশ্বকাপে খেলা নিয়ে আত্মবিশ্বাসী সালাহ এক টুইট বার্তায় বলেছেন, ‘সত্যি কঠিন একটা রাত পার করেছি, কিন্তু আমি যোদ্ধা। সংশয় আছে। তবুও আপনাদের গর্বিত করতেই রাশিয়ায় থাকা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জোগাবে। ’
সালাহর ফেরার আশায় বুক বেঁধে আছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনও (ইএফএ)। মিসর জাতীয় ফুটবল দলের চিকিৎসক আবু আল-ওলাও জানিয়ে দিয়েছেন, ৪ জুন বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন সালাহ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এমকেএম/এমএমএস