মঙ্গলবার (২৯ মে) নগরের আগ্রাবাদ হোটেলে আয়োজিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। এতে ৮টি বিভাগ ও ৬৪টি জেলার ফুটবল সংগঠকেরা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য তুলে ধরে সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশে এখন ফুটবলের ক্রান্তিকাল চলছে। আন্তর্জাতিক ফিফা র্যাংকিংয়ের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। মৃত এ ফুটবলকে জাগাতে হবে। বাংলাদেশ ফুটবলকে দেশের গণ্ডি থেকে বের করে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে হবে। এ জন্যে নতুন উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, অ্যাসোসিয়েশনের এ কমিটির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চ্যালেঞ্জ করা আমাদের উদ্দেশ্য নয়। বরং ফুটবলের উন্নয়নে তাদের সব ভালো উদ্যোগে সহায়তা করবো আমরা।
তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ফুটবলকে জাগাতে হলে এর বাণিজ্যিকীকরণ করতে হবে। জেলায়-উপজেলায় ফুটবলকে ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে কাজ করতে প্রতিটি জেলাকে ৩ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। ফুটবল সংশ্লিষ্টদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমাদের ফুটবল এগিয়ে যাবে।
তিনি বলেন, আগামী বছর থেকে ৬৪ জেলায় ফুটবল লিগ আয়োজন করা হবে। ভালো মানের কোচ দিয়ে সম্ভাবনাময়ী খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে। কারও সঙ্গে বিরোধ করে নয়, সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই। ফুটবলের উন্নয়নে কাজ করতে চাই।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সহ-সভাপতি সিরাজ উদ্দিন মো. আলমগীর, ঢাকা ডিএফএ'র সভাপতি আব্দুর রহিম, সিলেট ডিএফএ'র সভাপতি মাহি সেলিম, রাজশাহী ডিএফএ'র সভাপতি রাফিউস সামস প্যাডী, বরিশাল ডিএফএ'র সভাপতি মো. আলমগীর হোসেন আলো।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমআর/টিসি