ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়ে নাখোশ সাম্পাওলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়ে নাখোশ সাম্পাওলি! হোর্হে সাম্পাওলি

যুগ যুগ ধরেই ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন আর জাতিগত নিধনের শিকার হয়ে আসছেন মুক্তিকামী ফিলিস্তিনিরা। ইসরায়েলের হামলায় মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া ইসরায়েলের জেরুজালেমেই ম্যাচ খেলতে যেতে হবে মেসির আর্জেন্টিনাকে।

বিশ্বকাপের ঠিক আগ দিয়ে জুনের ৯ তারিখে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের বিপক্ষে জেরুজালেমে এক প্রীতি ম্যাচ খেলবে সাম্পাওলির দল। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ইসরায়েলকে সবুজ সংকেত দিলেও সেখানে খেলতে মন সায় দিচ্ছে না দলের কোচ হোর্হে সাম্পাওলির।

হাইতির বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৪-০ গোলের জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা। সে ম্যাচ শেষেই জানিয়ে দেন ইসরায়েলে ম্যাচ খেলতে ইচ্ছুক নন তিনি। সংবাদ সম্মেলনে বলেন, আমি ম্যাচটি বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। বিশ্বকাপের আগে কম ভ্রমণ করতে চেয়েছিলাম আমরা।

তবে অনেকেই বলছেন সাম্পাওলি কৌশলী উত্তর দিলেও তিনি আদতে ইসরায়েলের পরিস্থিতির কারণেই সেখানে যেতে চান না। কিছুদিন আগে ফিলিস্তিনিরাও মেসিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল অধিকৃত জেরুজালেমে গিয়ে না খেলতে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।