বুইয়োর মতে, কিছুতেই মেসি গ্রেট হতে পারেন না। চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও নয়টি লা লিগা শিরোপা জয় করেই গ্রেট হওয়া যায় না।
স্থানীয় একটি টেলিভিশনে স্পেনের সাবেক এই ফুটবলার বলেন, ‘লিগ ও কোপা দেল রে জয়ের জন্যই কী মেসি গ্রেট হয়ে গেছেন? সেরা খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতেন। বার্সেলোনায় মেসির আশেপাশে অনেক বড় মাপের খেলোয়াড় আছেন। ম্যাচের ফলাফল নির্ধারক হিসেবে আপনারা মেসিকে যত বড় ভাবছেন, সে আসলে ততটা নয়! মেসি ফুটবলের বড় মিথ্যা। '
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী মেসি সবশেষ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৫ গোল। এছাড়া বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার এবং কোপা দেল রে জয়ের পেছনেও ছিলো মেসির অনেক বড় অবদান। তবুও সেরা নন মেসি!
মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সমান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোকেই এগিয়ে রেখেছেন বুইয়ো। টানা তৃতীয়বারের মতো রিয়ালের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করা রোনালদোই তার দৃষ্টিতে সেরা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমকেএম/জেডএস