এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিপরীতে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জয়ের পর বিশ্রামে কাটিয়েছেন তারকা ফরোয়ার্ড রোনালদো।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার বরাবরই সংবাদ মাধ্যম ও ক্যামেরার কেন্দ্রবিন্দুতে থাকেন। আর তাই অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই এতোদিন নিরবে অনুশীলন করে যাওয়া পর্তুগীজ ক্যাম্পের দিকে সবার আকর্ষণ চলে গেছে। এছাড়াও রোনালদো রিয়ালে থাকবেন কি-না তা নিয়েও চলছে জোর আলোচনা।
অনেকেই বলছেন রিয়ালকে বিশ্বকাপে টেনে না আনাই ভালো, এতে বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। তবে তেমন কিছুই হবে না বলেই মনে করেন রোনালদোর সতীর্থ জাও মৌতিনহো। তিনি বলেন, ‘এটা তার (রোনালদো) উপর প্রভাব ফেলবে না, এমনকি দলের কারো উপরেই না। আমরা এখন সামনে এগোনোতেই মনোযোগ দিয়েছি। এখন আমরা একটা পরিপূর্ণ দল। সে আমাদের দলে অনেক বড় ভূমিকা রাখে। আমাদের কাছে মূল্যবান সম্পদ আছে এবং আমরা তার সম্মান করি। ’
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমকেএম/জেডএস