ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সংখ্যায় সংখ্যায় রোনালদোর রিয়াল অধ্যায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
সংখ্যায় সংখ্যায় রোনালদোর রিয়াল অধ্যায় ক্রিস্টিয়ানো রোনালদো- ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত গুঞ্জনকে বাস্তবে পরিণত করে দীর্ঘ ৯ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ত্যাগ করলেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের ইতিহাসে বহু রেকর্ড গড়ে বর্ণময় এক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি দিয়েছেন এই পর্তুগিজ ফুটবল যুবরাজ।

চলুন একনজরে সংখ্যায় সংখ্যায় রিয়ালের হয়ে রোনালদোর ক্যারিয়ার দেখে নেওয়া যাক,

৪৫১-রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ক্লাব রেকর্ড ৪৫১ গোল।

১৭- চ্যাম্পিয়নস লিগের ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল।

১০৫- ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে রোনালদোর মোট গোলসংখ্যা। এর মধ্যে ২০১৫-১৬ মৌসুমে ১৬ গোল আর গত আসরে ১৫ গোল করেছেন তিনি।

৪- সর্বমোট চ্যাম্পিয়নস লিগ শিরোপা, এর মধ্যে গত তিন মৌসুমে টানা তিন শিরোপা।

৩১১- লা লিগায় মোট গোল।

২- লা লিগা শিরোপা, ২০১১-১২ ও ২০১৬-১৭ মৌসুমে।

১৬- ক্লাবের হয়ে মোট বড় শিরোপা, এর মধ্যে ২টি ঘরোয়া কাপ, ২টি ঘরোয়া ও ৩টি ইউরোপিয়ান সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ।

৪- রিয়ালে খেলার সময় জেতা ব্যালন ডি’অর সংখ্যা, মোট ৫টি ব্যালন ডি’অরের মধ্যে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছিলেন প্রথমটি।

৪৪- রিয়ালের হয়ে মোট হ্যাটট্রিক সংখ্যা, এর মধ্যে ক্লাব রেকর্ড ৩৪টি লা লিগায়। ২টি গত মৌসুমে।

৮- এক ম্যাচে ৪ বা তার বেশি গোল। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে গ্রানাডা ও এসপানিওলের বিপক্ষে ৫ গোল করেছিলেন।

৮- গ্রেনাডার বিপক্ষে ৯-১ গোলে জেতা ম্যাচে নিজের হ্যাটট্রিক পেতে ঠিক ৮ মিনিট লেগেছিল তার, যা ক্লাব রেকর্ডের সমান।

৬১- এক মৌসুমে সর্বোচ্চ গোল। ২০১৪-১৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই পরিমাণ গোল করেন রোনালদো। এর মধ্যে লিগে ৪৮টি। এর আগে এক মৌসুমে ৬০ গোলও করেছিলেন তিনি।

৮০ মিলিয়ন পাউন্ড (৯০ মিলিয়ন ইউরো)- এই মূল্যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি জমান তিনি, যা ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি ছিল।

৯২.৭ মিলিয়ন পাউন্ড (১০৫ মিলিয়ন ইউরো)- এই মূল্যে রিয়াল ছেঁড়ে জুভান্টাসে পাড়ি দিয়েছেন তিনি।

৬৫৮- রোনালদোর ক্যারিয়ারে মোট গোল, ইউনাইটেড (১১৮), স্পোর্তিক লিসবন (৫), পর্তুগাল (৮৫)।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমইএচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।