সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নেইমার অবশ্য পারফরম্যান্স প্রদর্শনের থেকে সমালোচনার শিকারই বেশি হয়েছেন। ট্যাকেলের শিকার হয়ে মাঠে তার পড়ে যাওয়া সমর্থকরা ভালো চোখে দেখেননি।
এ টুর্নামেন্টে তিনি মোট ৫টি ম্যাচ খেলেছে। যেখানে গোল আদায় করেছেন ২টি। তবে শেষ আটে বেলজিয়ামের বিপক্ষে হেরে কষ্টটা টের পেয়েছেন ভালোভাবেই।
একটি ফাইভ ‘এ সাইড টুর্নামেন্টে খেলতে গিয়ে এএফপির এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘ব্যাপারটা এমন না যে, আমি আর খেলতে চাইনি। তবে বলের দিকে আমার আর তাকাতে ইচ্ছে হয়নি, এমনকি বিশ্বকাপের আর কোনো ম্যাচ আমি দেখিনি। ’
ছয় বছরের ছেলে ডেভি লুক্কাকে সঙ্গে নিয়ে নেইমার আরও বলেন, ‘আমি শোকাহত ছিলাম, আমি সত্যিই মর্মাহত হয়েছিলাম, তবে এখন এই ব্যাপারটি কেটে গেছে। আমার পরিবার, ছেলে, বন্ধুরা রয়েছে, যারা আমাকে এভাবে দেখতে চায় না। কষ্ট থেকে আমার ভালো থাকার অন্য অনেক কারণ রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৮
এমএমএস