দলবদলের বাজারে চেলসি তারকা উইলিয়নকে পেতে এর আগে দুই দফা প্রস্তাব দিয়েছিল বার্সা। কিন্তু তাতে চেলসির কোন সাড়া না পাওয়ায় আরও কয়েক মিলিয়ন ইউরো বেশি অফার করেছে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকা পাওলিনহোর চীনে পাড়ি দেওয়ার পর স্কোয়াড তালিকায় অ-ইউরোপীয় স্লটে আরও একজন তথা তৃতীয়জন নেওয়ার সুযোগ সৃষ্টি হয় বার্সার। আর এজন্য তারা উইলিয়নের জন্য ৬২ মিলিয়ন ইউরোর অফার দিয়েছে।
উইলিয়ান ছাড়াও বার্সার রাডারে আছেন ফ্রাঙ্কি দে জং এবং আদ্রিয়েন র্যাবিয়ট। বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে মিডফিল্ডে বিকল্প খুঁজছেন আন্দ্রেস ইনিয়েস্তার জাপান পাড়ি দেওয়ার পর থেকেই। তাছাড়া আন্দ্রে গোমেজও ক্লাব ছাড়ছেন। ফলে ব্রাজিলিয়ান তারকা কুতিনহোর যোগ্য সঙ্গী হিসেবে তার চোখ উইলিয়ানে নিবদ্ধ।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএইচএম/জেডএস