জুভেন্টাসে যোগ দেওয়ার পর আর সবার মতো মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হতে হয় রোনালদোকেও। সেই পরীক্ষায়ই এক চমকপ্রদ তথ্য উঠে আসে।
রোনালদোর শরীরে মেদের পরিমাণ মাত্র ৭ শতাংশ, তার বয়সী ফুটবলারদের ক্ষেত্রে যা গড়ে ১০ শতাংশ। তার শরীর ৫০ শতাংশ পেশীবহুল, যা অন্যদের ক্ষেত্রে গড়ে ৪৬ শতাংশ।
মেডিকেলের ওই পরীক্ষা-নিরীক্ষা রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে তার নাম উঠে আসার সপক্ষেই প্রমাণ দিচ্ছে। বিশ্বকাপে ঘণ্টাপ্রতি ৩৩.৯৮ কিলোমিটার বেগে ছুটেছেন তিনি, যা ১৯ বছর বয়সী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের চেয়েও বেশি।
নিজের আসল বয়সের চেয়ে ১৩ বছর কম বয়সের শরীর পেতে তার একযুগের কঠোর নিয়মতান্ত্রিক জীবন আর খাদ্যাভ্যাস মূল ভূমিকা রেখেছে। ইতালিতে নতুন করে ক্লাব ফুটবলে লড়তে রোনালদোর এই সামর্থ্য অবশ্যই বিশাল ভূমিকা রাখবে। তবে আসল ক্ষতিটা সম্ভবত রিয়াল মাদ্রিদেরই হয়েছে। তারা কত বড় সম্পদ হারিয়েছে হয়তো আসন্ন মৌসুমেই টের পাবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ