তিনি বলেন, ‘ওজিলের ওপর দিয়ে কী ঝড় বয়ে চলেছে তা অনুমান করতে পারি। এই অবস্থায় আর্সেনাল পরিবার ওর পাশে রয়েছে।
এদিকে সিঙ্গাপুরের একটি স্কুলের মাঠে অনুশীলনের পর ওজিলকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।
আর্সেনালের গোলরক্ষক পিওতর চেক বলেন, ‘ডিএফবি এবং ওজিলের মধ্যে কী সমস্যা হয়েছে তা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিৎ নয়। এটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। তবে এটা জানি, ওজিল কতটা ভয়ঙ্কর ফুটবলার। জার্মানির বিশ্বকাপ জয়ে ওর অবদান ভোলার নয়। আশা করি, আমাদের সান্নিধ্যে ও এই মানসিক অবসাদ কাটিয়ে উঠবে। ’
এর আগে রাগে, ক্ষোভে, দুঃখে জার্মানি জাতীয় দল থেকে অবসরই নিয়ে নেন মেসুত ওজিল। তারকা এ মিডফিল্ডারের অভিযোগ ছিল খোদ নিজ দলের সংস্থা জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ওপরই। যেখানে তারা নাকি ‘বর্ণবাদী’ আচরণ করেছে তার সঙ্গে।
এ ব্যাপারটি অবশ্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার পাশাপাশি জার্মান এফএ অবশ্য জানিয়েছে, অবমাননা থেকে তাকে রক্ষা করতে আরও কিছু করতে পারতো তারা।
জার্মান ফুটবলের ওপর ‘বর্ণবাদ ও অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ওজিল অবসর প্রসঙ্গে বলেছিলেন, ‘জার্মানির হয়ে আর খেলতে চাই না। ’
২৯ বছর বয়সী এ মিডফিল্ডার জানান, বিশ্বকাপে জার্মানির ভরাডুবির পর থেকে তিনি হুমকি ও বাজে ই-মেইল পেয়ে আসছেন। তবে ওজিলের অবসরের পর ডিএফবি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
এমএমএস