প্রকাশিত হয়েছে ইতালির শীর্ষস্থানীয় লিগ সিরি আ’র ২০১৮-১৯ সূচি। ১৮ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে লিগের নতুন মৌসুম।
টানা সাত বার ইতালিয়ান লিগের শিরোপা তুলে ধরেছে জুভেন্টাস। সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারের প্রধান অস্ত্র হবেন রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ডলারে জুভেন্টাসে পড়ি জমানো রোনালদো।
২৬ আগস্ট ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে লাৎসিওর বিপক্ষে খেলবে জুভেন্টাস। আর এদিনই অভিষেক ঘটবে রোনালদোর। এছাড়া এএস রোমার বিপক্ষে ‘তুরিন ডার্বি’তে তার অভিষেক ঘটবে ২২ ডিসেম্বর।
এদিকে রোনালদোর জুভেন্টাসে যোগ দেওয়ার পর ইতালির শেয়ার বাজারে এর দারুণ প্রভাব পড়েছে। এছাড়া বাজারে চলছে জুভেন্টাসের ৭ নম্বর জার্সির রমরমা ব্যবসা। রোনালদোকে কিনে একদিনেই তার জার্সি বিক্রি করে রেকর্ড আয় করেছে তুরিনের বুড়িরা।
অবশ্য মাঠের বাইরের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সিআর৭-এর। কর ফাঁকির মামলায় স্পেনের রাজস্ব বিভাগ জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই বছরের জেল আর প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করেছে। আর্থিক জরিমানা দিলেই কেবল জেল মওকুফ হবে। এসব মাঠে প্রভাব না ফেললেই কেবল নতুন ঠিকানায় দারুণ শুরু করতে পারবেন রোনালদো।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এমকেএম/জেডএস