৩৬.৫ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের জন্য ম্যালকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। আর এর ফলে রোমার এক প্রকার শত্রুতেই পরিণত হয়েছে বার্সেলোনা।
জেমস পালোত্তা বলেন, ‘বার্সেলোনা এসে আমাদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে। যদিও আমি তাদের ক্ষমা করছি না। দুটি শর্তের যেকোনো একটি মানলেই কেবল আমি ক্ষমা করব। এক. ম্যালকমকে তারা আমাদের কাছে ফিরিয়ে দিক, যা সম্ভবত না। দুই. শুভেচ্ছার নিদর্শন হিসেবে তারা অন্তত আমাদের কাছে মেসিকে পাঠিয়ে দিতে পারে! যদি মেসিকে আমাদের ক্লাবে দিয়ে দেয়, এটাই হবে তাদের ক্ষমা পাওয়ার একমাত্র উপায়’।
যদিও এখনও ব্রাজিলের জাতীয় দলে খেলার সুযোগ পাননি ২১ বছর বয়সী ম্যালকম। তবে এরইমধ্যে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব বোর্দোর হয়ে নজরে পড়েছেন। ৮৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২০ বার। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এমকেএম/এনএইচটি