রাশিয়া বিশ্বকাপের পর থেকেই সমালোচনায় বিদ্ধ হন ওজিল। তার দল জার্মানির গ্রুপ পর্ব থেকে বিদায়ের মূল কারণ হিসেবে এই মিডফিল্ডারকেই দোষারোপ করা হয়।
ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্সেনালকে ওজিলই এগিয়ে দেন। পরে ৬৭ ও ৭১ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজাত্তে। ৮৭ মিনিটে রব হোল্ডিং চতুর্থ গোলটি করেন। আর যোগ করা সময়ে এডি এনকেতিয়াহ পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। মাঝে ৬০ মিনিটে অবশ্য পিএসজির ক্রিস্টোফার এনকুনকু পেনাল্টি থেকে একটি গোল করে শুধুমাত্র ব্যবধান কমান।
বিশ্বকাপের পর এখনও দলের সঙ্গে যোগ না দেয়ায় এ ম্যাচে অবশ্য ছিলেন না পিএসজির সেরা তিন তারকা নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
এমএমএস